এমএম উপকূলীয়( শ্যামনগর )প্রতিনিধি।দু্র্যোগের আগাম সতর্কবাতা,সবার জন্যকার্যব্যবস্থা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে(১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায়বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে২০২২আন্তজাতিক দুর্যোগ প্রশোমন দিবস উদযাপন উপলক্ষ্যে বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের সেচ্ছাসেবী ভামিয়া সিসিআরসি সংগঠন, সিসিডিবি সংস্থা,ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে দুর্যোগ প্রশোমন দিবস পালন করেন।এ সময় উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সহ ইউ, পি সদস্য গণ।উপস্থিত ছিলেনসিসিআরসির সদস্য মাস্টার আঃ হাকিম,সুপদ আউলিয়া,সহর আলী সরদার,ইয়োথ গ্রুপের প্রসেনজিৎ আউলিয়া,নিমাই মন্ডল,তামান্ন আক্তার,ইমাম হোসেন।আরো উপস্থিত ছিলেন বে-সরকারী সংস্থা সিসিডিবি এর উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, মাঠ সংগঠক জগদীশ সরদার,অনিতা দাশ,আখিল মণ্ডল,ইউরিদা আফরিন,ইনগেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী প্রমূখ।