• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

পদ্মপুকুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টারঃ / ৫৪৩ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ হল রুমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভার আয়োজন করা হয়। বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ইউপি সদস্য হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুস সবুর, মো. আহাসান‌ উল্লাহ, লিয়াকত হোসেন খোকন, উত্তম কুমার ও প্রাক্তন ইউপি সদস্য মো. আসরাফ হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্যা রানী মন্ডল ও জাহানারা খানম। স্বেচ্ছাসেবী সংগঠন সি পি পি টিম লিডার, সিডিও ইয়র্থ টিমের সদস্য,বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন, মনঞ্জয় মন্ডলসহ এলাকার সুশীলসমাজ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারের কাছে দুর্যোগকালীন বরাদ্দ রাখার দাবী জানান। সেই সাথে বেড়ীবাঁধ সংস্কারের আহবান জানান বক্তারা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৯:২০)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)