• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

শ্যামনগরে রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল

রিপোর্টারঃ / ৬৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১ জুন, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

শনিবার (১ জুন) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়েনর হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রাুল হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন ও আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। বাকী অংশের কাজও দ্রুত শুরু হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৯:১৩)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)