• আজ- বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে ফিরলেন রেজাউল পাইক

রিপোর্টারঃ / ২৭০ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছবেদ আলির খাল নামক স্থানে বাঘের আক্রমণে রেজাউল পাইক নামে এক জেলে আহত হয়েছে। শনিবার (১০ই আগষ্ট) বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে আহতের পরিবার থেকে নিশ্চিত করেছেন।

বাঘের আক্রমণে আহত মোঃ রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বে খালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, শনিবার বেলা ১২ টার দিকে শ্রবন প্রতিবন্ধী রেজাউল পাইক একা সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। জ্বালানি কাঠ কাটার সময় হঠাৎ তার উপর বাঘের আক্রমণ হয়। এতে তার ঘাড়ে ও মুখে বাঘের নোখের দ্বারা আক্রান্ত হয়। বাঘ আক্রমনের পর রেজাউল নিজেকে বাচাঁতে তার হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করলে বাঘ তাকে রেখে পালিয়ে যায়।

অন্যদিকে বাঘের আক্রমণে আক্রান্ত দ্রুত বাড়ি ফিরে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রেজাউল পাইকে নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

বনবিভাগের দায়িত্বে থাকা কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেন।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ও প্রজননের সময় হিসেবে সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বনবিভাগ।  তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণীর অসাধু বনজীবী এধরনের কর্মকান্ডে লিপ্ত থাকে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ১০:২০)
  • ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)