• আজ- বুধবার, ১৫ মে ২০২৪, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই যুবকের মৃত্যু কালিগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শ্যামনগরের মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত  শ্যামনগরে গৃহপালিত পশু পাখি পালন ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক কর্মশালা  সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নিহত শ্যামনগরের সিসিডিবির আয়োজনে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সুন্দরবন সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা মূলক অনুষ্ঠান  শ্যামনগরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা শ্যামনগরে পেনিয়াপিল কানাডার অর্থায়ানে ৩৫০পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতারন

বাংলাদের উপকূলের সাথে জলবায়ু সংহতি জানালেন ছয় দেশের প্রতিনিধিরা

রিপোর্টারঃ / ২৭৯ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বিক জলবায়ু কর্মসপ্তাহ (গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক) উপলক্ষ্যে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ এলাকায় আয়োজিত জলবায়ু ধর্মঘটে ছয় দেশের প্রতিনিধিরা উপকূলের দুর্গত মানুষদের দাবির সাথে সংহতি জানিয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামের ভাঙন কবলিত এলাকায় নদীর চরে নেমে কয়েকশত যুব চিৎকার তুলেছেন, ”আমরা আর ডুবে মরতে চাইনা’’। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, যুব সংগঠন ও জনসংগঠন মিলে নয় দিন ধরে উপকূলে ন্যায্যতার দাবিতে ‘নয় দিনের চিৎকার কর্মসূচি’ পালন করেছে। ‘’নয়-ছয় মানবো না আর, ক্ষতিপূরণের অঙ্গীকার চাই জলবায়ু সুবিচার’’ এই দাবিতে এলাকার ক্ষতিগ্রস্থ, বিপদাপন্ন মানুষেরা আসন্ন জলবায়ু সম্মেলনে ধনী দেশকে ক্ষতিগ্রস্থ দেশের জন্য তহবিল গঠনের জোর দাবি জানান। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ম্যারাথন দৌড় দিয়ে যুবরা দূর্গাবাটি এসে মিলিত হন, পাশপাশি জলবায়ু অবরোধের মাধ্যমে নানা দাবি সংবলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও শ্লোগানের মাধ্যমে সবাই ধনীদেশকে কার্বন নির্গমন বন্ধের আহবান জানান। যুবরা দুর্যোগ প্রস্তুতি বিষয়ক নাটক পরিবেশন করে ও একই সাথে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। পাভেল পার্থের সঞ্চালনায় জলবায়ু অবরোধ সমাবেশে সংহতি জানান ব্রাজিল ও সুইডেনের প্রতিনিধি প্রিসিলা কবো, সোমালিয়ার মোহামেদ আইদারুস মোহাম্মদ ও সিয়াদ আদনান মোহাম্মদ, কেনিয়ার জিমি কার্টার ওটিনো গর, শ্রীলংকার কুমুদু সুমঙ্গলী অতুলুগামা, বলিভিয়ার এরিয়াল মার্শেলো শ্যাভেজ বিনাভিদেজ নিজেেেদর মাতৃভাষায় পোস্টার লিখে বাংলাদেশের উপকূলের জলবায়ু-দুর্গত মানুষদের দাবির সাথে সংহতি জানিয়েছেন। টেকসই বেড়িবাঁধ, জলবায়ু অভিযোজন, বৈশ্বিক তহবিল ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে ধনী ও উন্নত দেশকে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা। ডিয়াকোনিয়া-বাংলাদেশ প্রতিনিধি মর্জিনা খাতুন ও মাজহারুল ইসলাম, বারসিক নির্বাহী পরিচালক সুকান্ত সেন, নগর গবেষক জাহাঙ্গীর আলম, কৃষকনেতা শেখ সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধুপদকপ্রাপ্ত কৃষক অল্পনা রানী, চারুলতা ধানের উদ্ভাবক দিলীপ তরফদার, বনজীবী নারীনেত্রী শেফালী বিবি, বারসিক প্রতিনিধি রামকৃষ্ণ জোয়াদ্দার, প্রতিমা রানী, মফিজুর রহমান, বিশ্বজিৎ কুমান মন্ডল, বাবলু জোয়াদ্দার, গাজী আল ইমরান, চম্পা মল্লিক, রুবিনা হক, মনিকা পাইক, বরষা গাইন, লিপিকা রানী প্রমূখ। যুব জলবায়ু সংগঠক রাইসুল ইসলাম ও আনিসুর রহমান মিলনসহ অনেকেই সংহতি বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে উপকূলের সমস্যা ও জলবায়ু সংকট নিয়ে স্থানীয় যুব সংগঠনের অংশগ্রহণে একটি নাটক অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী জলবায়ু ন্যায্যতার কর্মসূচিটি বাংলাদেশসহ সাত দেশের প্রতিনিধিদের দাবিতে দুর্গত উপকূল জীবনে এক ভিন্নতা তৈরি করেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (দুপুর ১:১০)
  • ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)