জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:দ্বন্দ ও সহিংসতা নিরসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় গত (১৯ থেকে ২১ জুন) তিন দিন ব্যাপী দ্বন্দ-সংঘাত সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপের সক্ষমতা বৃদ্ধি ও অধিকার আদায় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্যামনগরের মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা এই ৪টি ইউনিয়নের কমিউনিটি সিএসও এর ৮০ জন সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহন করে। অনুষ্ঠানে পরিচয় পর্ব, প্রশিক্ষণ প্রত্যাশা ও উদ্দেশ্য সম্পর্কিত আলোচনা দিয়েই প্রশিক্ষনের শুভ সুচনা হওয়ার পর থেকেই শান্তি, সহিংসতা, দ্বন্দ্ব, দ্বন্দ্বের কারণসমূহ, সহিংসতা ও দ্বন্দের পার্থক্য আলোচনা করা হয়। দ্বন্দ থেকে কি ভালো কিছু হতে পারে! দ্বন্দ্ব মোকাবেলার বিভিন্ন ধরন, দ্য অনিয়ন মডেল বিভাজনকারী ও সংযোগকারী দ্বন্দ্বের রূপান্তর: কি ও কিভাবে করা যেতে পারে, অহিংস পদ্ধতিতে দ্বন্দ রূপান্তর, সংবেদনশীলতা ও দ্বন্দ সংবেদনশীলতা, যোগাযোগ কী? যোগাযোগের ধাপসমুহ, কেন যোগাযোগ গুরুত্বপূর্ণ? অহিংস (নন ভায়োলেন্ট) যোগাযোগ কি?, সংলাপ কি? গণতান্ত্রিক সংলাপ কি?, সংলাপ ও বিতর্কের পার্থক্য, গণতান্ত্রিক সংলাপের মূলনীতি, অহিংস ও গণতান্ত্রিক সংলাপ পরিচালনা পদ্ধতি, তথ্য কি? তথ্য অধিকার কি?, তথ্য অধিকার আইন কি এবং কেন, তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কী তথ্য অধিকার আইনের ফরম পূরণ বিষয়ক আলোচনা, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারী সেবা ও সেবা প্রদানকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, সেবা প্রাপ্তির যোগ্যতা ও শর্ত সমূহ সামাজিক নিরাপত্তা পরিসেবা প্রাপ্তিতে বাধা/ সমস্যাও সমাধানের উপায় সেবা প্রাপ্তিতে তথ্য অধিকার আইনের ব্যবহার সহ প্রভৃতি বিষয়সমুহ নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। বিভিন্ন সময়ে ধারাবাহিক আলোচনা, দলীয় অনুশীলনী, ব্যায়াম ও পারস্পারিক শিখণ প্রক্রিয়ায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারীবৃন্দ প্রত্যেকেই একটি আনন্দময় মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ঘটে। এসময় প্রশিক্ষক হিসেবে চার ইউনিয়নের মাঠ সহায়ক আব্দুল আলীম, মহিরঞ্জন মন্ডল, মুকুন্দ ঘোষ, ফাতিমা আক্তার, এ্যাডভোকেসী এ্যাসিসট্যান্ট ফজলুল হক, উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল ও জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ ফ্যাসিলিটেশান করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারী হাসিমুখে কোন প্রকার দ্বন্দ, সহিংসতা না বাড়িয়ে শান্তি ও সম্পৃতি বজায় রেখে পারস্পারিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে মানুষের সাথে সম্পর্ক ও যোগাযোগ রাখার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
জি এম মাছুম বিল্লাহ
০১৭১২০৫০৬১৯
ক্যাপশন:দ্বন্দ ও সহিংসতা নিরসন বিষয়ক প্রশিক্ষণের ছবি