• আজ- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯

রিপোর্টারঃ / ১২৪ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জি এম মাছুম বিল্লাহঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইউনিয়নের জাবাখালি গ্রামের বাড়ির পথ নিয়ে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে।
নিহত গোলাম হোসেন (৬০) একই এলাকার মৃত হামিজ উদ্দিন মোড়ল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, শনিবার (২০শে ডিসেম্বর) সকাল ৮টার দিকে বাড়িতে যাতায়াতের একটা ছোট্ট রাস্তা নিয়ে দীর্ঘদিন দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। ইতিমধ্যে নিহত গোলাম হোসেন স্থানীয় সরকারের শরণাপন্ন হয়। স্থানীয় সরকারের আইন অমান্য করায় নিহত গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন। যার নোটিশ আশায় ক্ষিপ্ত হয়ে নিহত গোলামের উপর অতর্কিত হামলা করে সাইফুল রেজাউল গং।
ঘটনাটি শ্যামনগর থানা হওয়ার সাথে সাথে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বের শ্যামনগর থানার একটি চৌকস দল পুরো বাড়িটি ঘিরে ফেলে।
এসময় বাড়ি থেকে অভিযুক্ত এমান আলি মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল(৫০), সাইফুল (৩৮),ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫),রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫),সাইফুলের স্ত্রী,সাইফুলের মা সফুরা,ফারুকের স্ত্রী জহুরা স্ত্রীসহ ঘটনাস্থল থেকে নয় জনকে আটক করে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা সুরি ও রড় দিয়ে উদ্ধার করে পুলিশ।
অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি মোটরসাইকেল সহ ব্যাপক ভাঙচুর চালায়।
বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদুর রহমান বলেন, আসামিদের আটক করা হয়েছে। লাশ সুরতহালের প্রস্তুতি চলছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর