নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্য বিরোধী আগ্রাসন ও কালচারাল স্টাবলিস্টদের বিরুদ্ধে লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শ্যামনগর সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে দোয়া অনুষ্ঠান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
শুক্রবার(১৯শে ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,এস এম জান্নাতুল নাঈম, হাফেজ মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাইফুদ্দিন হোসেন, ডাঃ ইমাম হাসান, গাজী আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি প্রভাষক সামিউল ইসলাম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ সকল বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী কে যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদের আইনের আওতায়নে প্রকাশ্য শাস্তি দাবী জানিয়েছেন। তারা বলেন প্রশাসন কেন এই হত্যাকারীকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছে এর জবাব সুস্পষ্টভাবে প্রদান করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কে, হাদি হত্যাকারীদের দ্রুত বিচার না করা হইলে পরবর্তীতে হাদীর মত অনেক জুলাই আন্দোলনের সম্মুখ সারীদের হত্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রশাসনকে আরো সজাগ থেকে সকলের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা দ্রুত করার জন্য আহ্বান জানাইছেন। বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলার মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক সাহেব উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ও পরিচালনা করেন মোঃ মোমিনুর রহমান।
