• আজ- বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

শ্যামনগরে চুরি হওয়া যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

রিপোর্টারঃ / ১০০ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে চুরি হওয়া যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী কালীন সরকারের যুব,ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার (১২ই অক্টোবর)বেলা ১২টায় দিকে তিনি যশোরেশ্বরী  কালীমন্দিরে পৌঁছান। তিনি মন্দিরের চুরি হওয়া স্বর্ণের মুকুটের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাইজুল ইসলাম,জামায়াতের সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্দির কমিটির সদস্যরা।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মন্দিরের চুরির ঘটনা দুঃখজনক। আমরা খবর শোনা মাত্রই ঢাকা থেকে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি চুরি হওয়া কালীর মুকুট যেন দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা হয়।
মন্দির পরিদর্শন শেষে তিনি মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবন ভ্রমনে যান।
এর আগে তিনি সাতক্ষীরা মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলেপাড়া ও গাজীরহাট পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে স্বাক্ষাত করে সমবেদন না জানান।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (দুপুর ১:০৯)
  • ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)