শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় র্যালি শেষে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবো নিরাসন” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন ।বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিও ও সামসের আয়োজনে শেয়ার ট্রাস্ট,স্ট্রাট ফান্ড ও সুন্দরবন কোয়ালিশনের সহযোগিতায় ও উত্তরনের ব্যবস্থাপনায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়কারী সাংবাদিক গাজী আল ইমরান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরবন কোয়ালিশনের সেক্রেটারীয়েট সাইদুর রহমান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মন্ডল সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের সিনিয়র প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম, একশন এইডের উপজেলা সমন্বয়কারী লস্কর, সাংবাদিক মেহেদী মারুফ,উত্তরনের মাসুদ হোসেন, সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ সহ সিডিও এবং সামসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।