নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ৩ং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ গাইনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন এলাকাবাসী। বুধবার (২রা আগষ্ট) রাতে ৩নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জেলেখালী বাজারে এক জরুরি সভায় আয়োজন করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন এর তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল কাগুজি ও সুশীল সমাজ। এ সময় উপস্থিত ছিলেন, তারক চন্দ্র মন্ডল, প্রভাস মিস্ত্রি, বিকাশ রঞ্জন রপ্তান, তাপস মন্ডল, নির্মল মন্ডল, চন্দন মিস্ত্রি, জীবিতেষ গায়েন, আব্দুল্লাহ আল মাসুদ, মোস্তাক আহমেদ, সাইফুল ইসলাম, রঞ্জন রপ্তান, শ্যামল মিস্ত্রি ও মনোরঞ্জন গায়েন সহ শতাধিক মানুষ। এসময় ডাঃ বিকাশ রঞ্জন রপ্তান বর্তমান সরকার ও চেয়ারম্যান অসীম মৃধার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু উন্নয়ন কথা তুলে ধরে বলেন, ৩নং ওয়ার্ডে দৃশ্যমান অনেক কাজ করেছেন বর্তমান চেয়ারম্যান। দীর্ঘদিনের গোলমাল মীমাংসা করে রাস্তা তৈরি করা, খাল খননসহ বিভিন্ন সহযোগীতা দিয়ে ওয়ার্ডবাসীকে উজ্জীবিত করেছেন চেয়ারম্যান অসীম মৃধা। ১,২,৩ এর সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিপা চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, উনিতো এলাকায় আসেন না, উনি তো থাকেন ফেসবুকে। উনি এলাকার উন্নয়ন দেখবেন কিভাবে। জরুরী সভায় তিনি চেয়ারম্যান অসীম মৃধা নামে এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় উপস্থিত সকলে দেবাশীষ গায়েনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে বলেন, তিনি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের পরামর্শ ছাড়াই অসীমবাবুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমরা এলাকাবাসী আজ থেকে তার সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না।৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন মেম্বার আব্দুল জলিল বলেন, বিগত চেয়ারম্যান কাশেম মোড়লের সময়ে পাঁচ বছরে আমি যে কাজ করতে পারিনি মাত্র ১৩ মাসে তার অধিক কাজ করেছেন বর্তমান মেম্বার দেবাশীষ গায়েন তাহলে কেন এই মিথ্যাচার? মেম্বাররা ভাগবাটোয়ারা নিয়ে এতো ব্যাস্ত কেন? তিনি আরো বলেন দেবাশীষ বাবুর উচিত ছিল তার নির্বাচনী এলাকার মানুষের কথা চিন্তা করার। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ গাইনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যানের আমলে আমাদের যথেষ্ট কাজ হয়েছে। চেয়ারম্যানের সাথে আমাদের পরিষদ কেন্দ্রিক কিছু বিষয় থাকে। নতুন সেট নিয়েই আমাদের এই কার্যক্রম বাইরের মানুষকে এটা নিয়ে নাক গলাতে হবে কেন? আমাদের বিষয়ে আমরাই বুঝে নেব। উপস্থিত সুধী সমাজের নেতৃবৃন্দরা বলেন, সরকার ও চেয়ারম্যানকে বীড়ম্বনায় ফেলতে একটি মহলের উস্কানিতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে উশৃংখলতা সৃষ্টি হয়েছিল। সেটা আপাতত সকলের নিয়ন্ত্রণে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকলে সমন্বিতভাবে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল।