আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মহেন্দ্র সিলের মাছের কাটার পাশে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে মাছ শুকানো অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার (২৯শে জানুয়ারি) বেলা ১টার সময় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ ভাবে জ্বালানি কাঠ পুড়িয়ে মাছ শুকানো ও পরিবেশ নষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২হাজার টাকা জরিমানা করা। একই সাথে আগামীতে কাঠ দিয়ে মাছ না পড়ায় সে বিষয়ে কঠোর ভাবে নিষেধ করা হয়।অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, পরিবেশ নষ্ট ও অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে শুকানোর অপরাধে একটি শুঁটকি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।