• আজ- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ নৌকা জব্দ 

রিপোর্টারঃ / ৪ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বয়ারসিং এলাকা থেকে রান্না ও কাঁচা হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ।

সোমবার (১১ই নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও রেঞ্জ সহযোগী এবিএম হাবিবুল ইসলামের নেতৃত্বে বুড়িগোয়ালিনী রেঞ্জের আওতাধীন বয়ারসিং এলাকায় অভিযান চালায় বনবিভাগ।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ব্যবহারিত নৌকায় তল্লাশি করে একটি হাঁড়িতে সামান্য পরিমাণ হরিণের রান্না করা মাংস ও ককসিটের ভিতরে একটা কলিজা উদ্ধার করে।

অভিযানের নেতৃত্ব দেওয়া এবিএম হাবিবুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বয়ারসিং এলাকায় অভিযান চালাই। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সুন্দরবনে উঠে যায়। আমরা তাদের ধাওয়া করি কিন্তু একটা সময় তারা গহীন অরণ্যে হারিয়ে যায়।

এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনের প্রাণী সম্পদ রক্ষায় বনবিভাগ বদ্ধ পরিকর। সুন্দরবনে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন ইতিপূর্বে জলদস্যুদের কবল থেকে বনবিভাগ ১০ জেলেকে উদ্ধার করেছে। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত আছে। সুন্দরবনের অপরাধকারী কাউকে ছাড় দেয়া হবে না।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১০:২৯)
  • ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)