• আজ- শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

নীলডুমুরে বিজিবি ১৭ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টারঃ / ৪৮৭ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়ন এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া, পতাকা উত্তোলন, বিশেষ গার্ড সালামী, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ এর মাধ্যমে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার । ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলহাজ্ব কামরুল আহসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডের অপারেশন অফিসার মেজর শাহীন,রিভারাইন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ,মেডিকেল অফিসার ক্যাপ্টেন আল-ফামি, আইনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ, ১৭ বিজিবি সরকারি পরিচালক শাহ মোহাম্মদ খালেদ, বিসিজিএম, পিসিজিএম, বিএন ওসি আরবিজি কোম্পানী কর্মকর্তা বৃন্দ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ,শ্যামনগর সহকারী কমিশনার ভূমি ও শ্যামনগর পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,সরকারি বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ অন্যান্য সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মিলিতভাবে সম্পন্ন হওয়ায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসানের পক্ষ থেকে প্রীতি মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৮:০৪)
  • ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)