শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষন মামলা থেকে জামিন পেয়ে মামলা তুলে নেওয়া হুমকি দিচ্ছে ধর্ষন মামলার প্রধান আসামি বুড়িগোয়ালীনি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান ও তার পরিবারের সদস্যরা। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় আসামিদের হামলা ও মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মামলার বাদী মোছাঃ রাবেয়া খাতুন। সাধারণ ডায়েরী থেকে জানা যায়, মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন চাপ প্রয়োগসহ সুযোগ পেলে মারপিট,গুম,খুন ও মিথ্যা মামলা হুমকি দিয়ে হয়রানি করবে বাদীসহ তার পরিবার। প্রকাশ্যে (১৫ই জুলাই) সকাল ১০টায় দাতিনাখালীর চেয়ারম্যান মোড় এলাকায় বাদীকে হুমকি দেয় ধর্ষন মামলার আসামি আবিয়ার রহমানের বড় ভাই নজরুল ইসলাম হাবিব(হবি)। রাবেয়া খাতুন আরো জানান, (১৩ই জুন) আবিয়ার রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৪)৯(১)/৩০ বিবাহের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ,ভিডিও প্রদর্শন পর্নোগ্রাফি সরবরাহ ও অবৈধ গর্ভপাত করার অপরাধে মামলা দায়ের করেন। মাত্র ডেড় মাসে এমন একটি স্পর্শকাতর মামলা থেকে জামিনে বেরিয়ে এসে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সুশীল সমাজে। তাদের দাবি সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক।