বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন সুরক্ষায় উপকূলীয় যুবদের এক শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুন্দরবন দিবস উপলক্ষ্য সুন্দরবনের পাদদেশ অবস্থিত বুড়িগোয়ালীনি ইউনিয়নে বরসা রিসোর্ট এর সামনে অনুষ্ঠিত এই সমাবেশে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে সুন্দরবন সুরক্ষায় যুবদের অংশগ্রহণে যুব শপথ অনুষ্ঠিত হয়। এসময় যুবরা নদী চরে কাঁদার উপর দাঁড়িয়ে সুন্দরবন ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শপথ গ্রহণ করে। একই সাথে তারা সুন্দরবন ধ্বংস কারিদের রুখে দিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এসময় উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এহসানুল মাহবুব তানভীর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিমাদ্রী রাজ হিমু, মহিলা বিষয়ক সম্পদিকা নাহিদা সুলতানা, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি ফুয়াদ মাহমুদ সুজন, সহ সভাপতি আব্দুলা আল সাকিব, সাধারন সম্পাদক রবিউল ইসলাম কাজল, সদস্য আবু উবাইদা, সাবেরা খাতুন ও বিভিন্ন ইউনিটের যুব সদস্য সহ প্রমূখ। শপথ নেওয়ার সময় যুবরা সুন্দরবনের জীব বৈচিত্র্য সুরক্ষায় অঙ্গিকার গ্রহন করেন।