শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টীম। রবিবার (১৬ই জুলাই) গভীর রাতে স্মার্ট পেট্রোল টীমের দলনেতা ফরেষ্টার নির্মল মন্ডলের নেতৃত্বে সুন্দরবনের খোবরাখালী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মোঃ হাফিজুল সানা(৩৯), ফজলে সানার ছেলে মোঃ আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল গাজী (৪৪)। এসময় নৌকায় অভিযান চালিয়ে ২৩ বোতল বিষ, জাল ও নৌকা জব্দ করে বনবিভাগ।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা অবস্থায় তাদের হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।