নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় অগ্রণী ব্যাংকের পিএলসি’র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চল প্রধান মোঃ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও খুলনা সার্কেলের প্রধান মোঃ ইখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়।
সম্মেলনে বক্তারা ব্যাংকিং কার্যক্রমের গতি বৃদ্ধি, আমানত সংগ্রহ, ঋণ আদায় ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।