শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত। (২৮ ডিসেম্বর ) বুধবার লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধীদের সাথে সরকাররের উপজেলা ভিত্তিক বিভিন্ন কার্যালয়ের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তিতে অগ্রাধীকার কারণ বিষয়ক এক লিংকেজ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শারিদ বিন শফিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা। সভায় প্রকল্পের উপকারভোগীকে সংশ্লিষ্ট বিভাগের প্রদেয় সেবা সমূহে অন্তরভুক্তিকরণের উপর বিশদ আলোচনা করা হয়। আলোচনায়ার সভাপতি ডিআরআরএ কে এই যুগ উপযোগী প্রকল্প বাস্তবায়নে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি বলেন যে, বর্তমানে মহিলা বিষয়ক কার্যলয় নারীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। বিশেষ করে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, এপিসি, কেকেসি সহ অন্যান্য নানান কর্মসূচী চলমান রয়েছে। এসকল কর্মযোগ্যে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে প্রতিবন্ধী নারীরা যেন সহজে অন্তরভুক্তি হতে পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট কার্যালয় খুবই আন্তরিকতার সাথে কাজ করছে। কার্যালয়ের সাথে সমন্বয় সাধন করে কাজ করার জ্ন্য তিনি ডিআরআরএ কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ এ ধারা অব্যহত থাকবে বলে মত প্রকাশ করেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধী হিসেবে উপজেলার ভ্রুরুলিয়া, কাশিমাড়ী এবং ঈশ্বরীপুর ইউনিয়ন থেকে মোট ৫ জন উপস্থিত ছিলেন । কার্যালয়ের নির্ধারিত কর্মকর্তা/ কর্মচারীগণের উপস্থিতিতে সভাটি সঞ্চালনা করেন অসিত দেবনাথ, সিবিআর কো-অর্ডিনেটর। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাধে শ্যাম ঘোষ (সিআরও), এবং লিপিকা মন্ডল (এসএনটি)।