• আজ- রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রিপোর্টারঃ / ১০৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ৫ জুন, ২০২৪

বিলাল হোসেনঃ“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে লক্ষ্য করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। (৫ জুন ২০২৪) তারিখ বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন প্রজেক্ট, এবং বার্সিক এর সমন্বিত উদ্যোগে, বূড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে একটি র‍্যালি এলাকা ঘুরে আবার ইউনিয়ন পরিষদে এসে আলচনা সভা এবং পরিবেশ বান্ধব গাছ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, সভাপতিত্ব করেন সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর মোকিন্দ পাইক, সিসিডিবির ফিল্ড সুপারভাইসার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার, রেডক্রিসেন্টসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এসময় তিনটি স্কুল গাছ রোপন করার জন্য গাছ বিতরন করা হয়। আরপাঙ্গাশিয়া ৩৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়, ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় । এছাড়া লক্ষিত জনগোষ্ঠীসহ ১১৫ জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন (নারি-৭৩ এবং পুরুষ-৪২ জন)। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষার্থে প্রতিটি বাড়িতে তিনটি করে গাছ লাগানোর জন্য পরামর্শ প্রদান করেন । প্রধান অতিথি জনাব প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন তাপমাত্রা দিন দিন বাড়ছে, তার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও বাড়ছে। অহেতুক গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগাতে হবে। পরিবেশ বাঁচাতে এর কোন বিকল্প নাই”

এদিকে শ্যামনগর উপজেলা পরিষদে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্তে, একটি র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সিসিডিবি সকৃয়ভাবে অংশগ্রহন করেন ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:২৭)
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)