শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে ৮ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি (প্রতিবন্ধী) কে হুইল চেয়ার উপহার দেওয়া হয়। মঙ্গলবার (১লা আগষ্ট) সকালে উপজেলা চত্বরে সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জি.এম আব্দুল মজিদ, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, সিএনআরএসএস এর স্মরণ চৌহান, শহিদুল ইসলাম, নাজিম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এসকে সিরাজ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী, হাফিজুর রহমান, জগবন্ধু কয়াল, আনিসুর রহমান মিলন, মাহফুজুর রহমান, নূর হোসেন প্রমুখ।