শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আংশিক মালামালসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল (১৪ই জুলাই) শুক্রবার রাতে উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়ি একটি সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। আগের ঘটে যাওয়া ছোট-বড় ঘটনার সাথে এই বিষয়টি যুক্ত হয়ে উপজেলা ব্যাপি ভাবে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে শ্যামনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জনমনে স্বস্তি ফিরে আসে। শনিবার(১৬ই জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটায় শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ডাকাতি হওয়া কিছু মালামালসহ দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামে আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামের শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।
তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে জানান তিনি।