মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷ সোমবার (২২ মে) উপজেলা আওয়ামী লীগ অফিসে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ সকাল ১০টায় সকল ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোহিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক আলী আশরাফ, শহীদ পরিবারের সন্তান জিএম আইয়ুব আলী, আব্দুল আলিম, আব্দুল বারেক, আঞ্জুমনোয়ারা, ইন্দ্রোজিৎ মন্ডল, রমজান আলী, রোহিত দাস, সহ প্রমূখ্য ৷ অনুষ্ঠানে রাজশাহীতে জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোহিত কুমার মন্ডল ৷