শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের এক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।গতকাল বুধবার (৩০শে মার্চ) বিকাল চারটায় স্থানীয় স্বেচ্ছাসেবক দের মাধ্যমে ০২ নং ওয়ার্ডের আবাদচন্ডিপুর চুনা গ্রামের অসহায় আব্দুল আজিজ মালীকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালীনী ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তাপস সরকার, সুন্দরবন রক্তদান সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের মো: শাহিন আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী রাসেল গাজী।খাদ্য সহায়তা সম্পর্কে এসএসটির স্বেচ্ছাসেবক মো: শাহিন আলম বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় পরিবারটির অসহায়ত্ব নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নজরে আসে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাছুদা খানম মেধা আপার। তিনি তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করে অসহায় পরিবারটির জন্য আমাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেন। খাদ্য সহায়তায় ২৫ কেজি চাউল, ডাউল, সয়াবিন তৈল, চিনি, ছোলা, খেজুর, দুধ, কলা, ব্রয়লার মুরগি ইত্যাদি। উক্ত পরিবার এই খাদ্যসামগ্রী পেয়ে খুবই আনন্দিত এবং পরিবারের সবাই মাসুদা খানম মেধা আপা ও তার স্বামী-পরিবারের জন্য মন থেকে দোয়া করে নেক হায়াৎ কামনা করেন।খাদ্য সহায়তা সম্পর্কে শেখ মাসুদা খানম মেধা বলেন, আমি সামান্য বেতনের চাকরি করি। আমার স্বামীও চাকরি করেন। আমাদের বেতনের টাকা থেকে প্রতি মাসে কিছু টাকা জমিয়ে জমিয়ে আমরা একটা ফান্ড গঠন করেছি। যা দিয়ে এমন ধরনের অসহায়, দুঃস্থ মানুষদের কিছুদিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের সহায়তা করতে পারি। চাকরি, পরিবার এর বাইরে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার সৈনিক হিসেবে রাজনীতি করি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমাদের নেত্রী কাজ করে চলেছেন, আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ভূমিকা পালন করবে। সকলের নিকট দোয়া চাই- যেন এভাবে আমৃত্যু বাংলার মানুষের পাশে দাড়াতে পারি।