শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রণোদনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ই নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা মুন্সীগঞ্জ সুশিলন টাইগার পয়েন্টে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান এনডিসি সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমাদুল হক পরিচালক সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, নূর ইসলাম খান পরিচালক(অপারেশন)সিপিপি প্রধান কার্যালয় ঢাকা, আব্দুস সাত্তার ইসোয়েত চীপ অব মিশন Iom বাংলাদেশ, আবু বাছেদ সাতক্ষীরা জেলা পুনর্বাসন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার মোঃ মাকসুদুর রহমান মুকুল ও ২০০৯ সালের প্রলংকারী ঘূর্ণিঝড় আইলায় একই পরিবারের ১২ জন মারা যাওয়া পরিবারের সদস্য মোঃ মজিবুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরাফ হোসাইন খান উপ পরিচালক সিপিপি প্রধান কার্যালয় ঢাকা,আব্দুল লতিফ উপ পরিচালক সিপিপি খুলনা আঞ্চলিক কার্যালয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা ১২টি ইউনিয়নের ২৯৮০জন সিপিপির নারী/পূরুষ সদস্যগন উপস্থিত ছিলেন।এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুন্সি নুর মোহাম্মদ সিপিপির সহকারি পরিচালক শ্যামনগর।