নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সেন্টাল কালীনগরে পারিবারিক সমস্যা সমাধানের নামে জরিমানার টাকা আদায় করলেন স্থানীয় ২ যুবদল নেতা।
শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক বরাবর লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছেন অভিযোগকারী রেজাউল মল্লিক।
অভিযোগের ভিত্তিতে জানা যায় গত ১৯ অক্টোবর রাতে এলাকায় রেজাউল মল্লিক নামের এক ব্যাক্তির সাথে একই এলাকার ফজলু সরদার ছেলে আলামিন হোসেনের পরিবারিক সমস্যা হয়। পরে মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে সমস্যা সমাধান করেন।
কিন্ত সালিশ শেষ হওয়ার কয়েক মিনিটের ভিতরে রেজাউল মল্লিকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় যুবদল নেতা আবুজার গাজী ও আল মামুন। আবুজার গাজী মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও আল মামুন সদস্য।
এবিষয়ে অভিযুক্ত আবুজার গাজীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,আমি একজন ছোট যুবদল কর্মী। বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি আছে তারা থেকে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এসব করছে বলে মনে হচ্ছে। এবিষয়ে অন্য অভিযুক্ত আল মামুনের সাথে একাধিক বার যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, অভিযোগ আমার হাতে পায়নি পাইলে ব্যাবস্থা গ্রহন করবো।
তবে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মজনু ইলাহী অভিযোগের কপি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।