স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশে সকাল ৯ টায় সাতক্ষীরায় জেলা পরিষদের ভোট গ্রহন শুরু হয়েছে। জেলার ১২ টি ভোট কেন্দ্রে সকাল থেকে এক যোগে এ ভোট গ্রহন শুরু হয়। জেলায় ১০৬১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, সাধারন সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট কেন্দ্র গুলিতে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষন করছে নির্বাচন কমিশন। আইন শৃংখলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ আনসার বাহিনীর সদস্য ছাড়াও একজন করে নির্বাহী ম্যাজিট্রেট দায়িত্ব পালন করছেন। আজ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সদর উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শন করেন।