বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশী সুমদ্র সীমানার মান্দারবাড়িয়া থেকে ইঞ্জিন চালিত বোডসহ ৪ ভারতীয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করে বলে জানান পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম। আটককৃতরা হলেন, সুবত মন্ডলের ছেলে সুদিত মন্ডল (৪৫),জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার(৪৫),গোপাল মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল(৪০) সর্বসাং ভারতেরচ রখালী বাজার,বাসতী চব্বিশ পরগনা ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)। পশ্চিম সুন্দরবনের দ্বায়িত্বরত এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন,আসামীদের অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে আগামীকাল সাতক্ষীরা কোর্টে পাঠানো হবে। তিনি আরো বলেন, সুন্দরবনে সকল প্রকার অনিয়ম দুর্নীতি মুক্ত করতে বনবিভাগ বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা থাকলে সকল অনিয়ম প্রতিহত করা হবে।