সুখী মানুষ।
কবি পিরামিন ইসহাক
------------------
তোমার আছে অট্টালিকা, আছে দামি গাড়ি
তবু কেন দুঃখ তোমার, যায়না কভু ছাড়ি ?
সব কিছুতে নেইকো অভাব, তবুও তুমি দুঃখী
আমায় দেখো সব হারিয়ে, নিজেকে নিয়ে সুখী।
ফুটপাত আর রাস্তা ঘাটে, থাকিনা আমি দুঃখে
দুঃখ আমায় পায়না নাগাল,থাকি যে হাসি মুখে।
পরের খাবার খাও যে কেড়ে, নষ্ট স্বভাবে যুক্ত
আমার খাবার জানিনা কোথায়, তবু থাকিনা অভুক্ত।
অসুখে ভোগো তোমরা সবে, ছাড়েনা রোগ বালাই
আমায় দেখো দিব্যি আছি, অসুস্থতা ছাড়াই।
চিনি ছাড়া খাও তুমি চা, দোকানে বলো ছাপ
আমার চা-টা দেয় দোকানি, হাতল ভাঙ্গা কাপ।
মুছে ফেলে আদর্শ জ্ঞান, হয়ে যে আছ বেহুস
ভাবো একটু এই আমি তো, তোমাদের মতো মানুষ !