জি এম মাছুম বিল্লাহঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৭ পিছ ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৫জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ই সেপ্টেম্বর)রাতে শ্যামনগর থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বৈশখালী এলাকার জিয়াদ আলী গাজী ছেলে আঃ আব্দুল আজিজ গাজী,খুটিকাটা গ্রামের আবু তালেব গাজী ছেলে মোঃ কামরুল ইসলাম,রমজাননগর গ্রামের মৃত আদম শেখের ছেলে মজিবুর রহমান, বয়ারশিং গ্রামের মতিয়ার রহমান মোল্লা ছেলে জয়নাল মোল্লা ও পূর্ব আটুলিয়া গ্রামের আব্দুল বারীর ছেলে ইস্রফিল।আটককৃতদের রবিবার (১৩ই সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে ১৩৭ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। তিনি আরো বলেন,মাদকসহ সকল অপকর্মের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধের হার শূন্যের কোঠায় নেমে আসবে।