প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনীতে ৫০ জন কৃষককে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করলেন সিসিডিবি
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ৫০ জন কৃষককে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করলেন সিসিডিবি।বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) বিকালে বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলার ২ নং ওয়ার্ডে কৃষকদের মাঝে এই ধানবীজ ও সার বিতরণ করা হয়।
শ্যামনগরে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিসিডিবির এই কার্যক্রম বলে জানান সিসিডিবি কর্তৃপক্ষ। "জলবায়ু পরিববর্তন প্রকল্প ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী" এর অর্থায়নে ধানবীজ ও সার বিতরণ সহ অরিয়েন্টশন কর্মসূচী অনুষ্ঠানে ইউপি সদস্য মো: মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ: সহকারি কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, মি: সুজন বিশ্বাস উপজেলা সম্ময়কারি সিসিডিবি। এছাড়া সিসিডিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০জন কৃষকের মাঝে ১০ কেজি ব্রী ধান, ৬৭৪০ কেজি জৈব সার ও ১০ কেজি জিপসাম দেওয়া হয়।
সুন্দরবন প্রেসক্লাবের একটি অঙ্গ প্রতিষ্ঠান , সুন্দরবন প্রেসক্লাব, মুন্সিগঞ্জ বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নিউজ রুম: ০১৭১২-০৫০৬১৯