শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সিসিডিবি'র সহযোগিতায় ভামিয়া, বনবিবিতলা সিসিআরসি ও ইয়ুথ গ্রুপের আয়োজনে উপজেলার ১২টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত যুব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো ইয়ুথ নেট এর সাতক্ষীরার কোঅর্ডিনেটর,কোস্টাল ইয়থ নেটওয়ার্ক,এসসিএস, শরুপ ইয়থ টিম, পদ্মপুকুর ইউনিয়ন রক্ত দান সংগঠন, এসএসটি , সিডিও,রিডো,মানবতার লাইব্রেরি, বনজীবি ইয়থ টিমসহ অনেকে।
মঙ্গলবার (১২ই মার্চ) সকাল ৯টায় মিঃ জগদীশ সরদারের সঞ্চালনা ও সিসিডিবি'র উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাসের সভাপতিত্বে মুন্সীগঞ্জ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বনবিবিতলা সিসিআরসি'র সভাপতি মাহতাব উদ্দিন সরদার ও ভামিয়া সিসিআরসি'র সাংগঠনিক সম্পাদক: হাকিম গাজী,সিসিডিবি'র হিসাব রক্ষক কর্মকর্তা মিস ন্যান্সি বিশ্বাস,কঙ্কন বৈরাগীসহ অন্যান্য সহকারিবৃন্দ।
সভাপতির বক্তব্যে মিঃ সুজন বিশ্বাস বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সাথে তাল মিলিয়ে উপকূলীয় অঞ্চলের জনগণদের জলবায়ু সহনশীল করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবসমুহ চিহ্নিতকরণ ও যুবদের একত্রিত হয়ে সঠিক সমাধান করতে হবে। এছাড়া সভায় শ্যামনগর উপজেলাকে জলবায়ু সহনশীল করার লক্ষ্যে কি কি কাজ একত্রে বাস্তবায়ন করা যায় সে বিষয়ের উপর গুরত্বেরোপ করা হয়।
উপস্থিত সকল প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ১টি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করা হয়। একই সাথে এটির সঠিক বাস্তবায়নে অন লাইন ও অফ লাইনে প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সভায় উপস্থিত প্রতিনিধগনরা।