প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষার মান বাড়ার পাশাপাশি বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা।
শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: বাংলাদেশের অন্যতম উপজেলা শ্যামনগরে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। গতবছরের তুলনায় এবছর জিপিএ ৫এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এস এস সি পরীক্ষায় শ্যামনগরে মাধ্যমিকের ৩টি কেন্দ্রে মোট ২৪৫১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।যার মধ্যে ২৩৭৯জন উত্তীর্ণ হয়।জিপিএ ৫ পেয়েছে মোট ৫১২জন শিক্ষার্থী।পাসের হার ৯৭.০৬ শতাংশ।অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরিক্ষার ২টি কেন্দ্রে ১১০১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন, পাশের হার ৯৬.৫৫ শতাংশ ৷শ্যামনগরে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ৬৬৫জন জিপিএ ৫পেয়েছে।
সোমবার (২৮শে নভেম্বর) দুপুর দেড়টায় প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ড থেকে এই ফলাফল প্রকাশ পায় ৷
সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে এজন্য ফলাফল ভালো হয়েছে। এ ছাড়াও এবছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোনো ভীতি ছিল না। ফলে এ বছরের ফলাফল অনেক ভালো হয়েছে বলে জানান শিক্ষকরা।
উপজেলা একাডেমি শিক্ষা অফিসার মিনা হাবিবুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবছর ২% শিক্ষার হার বেড়েছে ৷
এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। করোনা কালীন সময় কাটিয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন হওয়ায় তারা বেশ খুশি।
উল্লেখ্য, শ্যামনগর উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের সফলতা অর্জন করেছে বলে জানান নুর মোহাম্মদ তেজারত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
সুন্দরবন প্রেসক্লাবের একটি অঙ্গ প্রতিষ্ঠান , সুন্দরবন প্রেসক্লাব, মুন্সিগঞ্জ বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নিউজ রুম: ০১৭১২-০৫০৬১৯