নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শ্যামনগর ক্লাস্টার এর যৌথ আয়োজনে যুব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ শীর্ষক সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত যুব উৎসব-২৪ এ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস.এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, এসডিএফ এর খুলনা আঞ্চলিক কর্মকর্তা মো. কামরুল হাসান (জীবিকায়ন), ক্লাস্টার অফিসার মো. হারুন-অর-রশীদ, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য মো. মহাতাব উদ্দিন সরদার প্রমুখ।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৫০ টি জেলে পরিবারের যুব ও যুব নারীদের নিয়ে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে নানা প্রকার খেলাধুলা, গ্রাম্য লোকজ সংস্কৃতি, লোকায়ত প্রতিভা অন্বেষণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।