নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) সকাল থেকে কয়েকটি ধাপে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজন করেন বনবিবিতলা সিসিআরসি, ইয়ুথ টিম, কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও ১০৩নং আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দিবসটি উপলক্ষে প্রথম পর্যায়ে'স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত, যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা,দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দ্বিতীয় পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি মাহাতাব উদ্দীন সরদার,বিশেষ অতিথি ছিলেন ১০৩ নং আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌভিক রায়, সিসিআরসির সাধারণ সম্পাদক ও ১০৩নং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুদ্দীন লস্করসহ অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিআরসির হিসাব রক্ষক এজাজ আহমেদ বাচ্চু ও সদস্য হাফিজুর রহমান।