শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে এক ভূয়া গোয়েন্দা সদস্য আটক করলেন ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন।
মঙ্গলবার (১৩ই আগষ্ট) বেলা ১২টায় উপজেলার সদরে অবস্থিত ঠিকানা হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভূয়া সদস্য হলেন, ফেনীর মাইজবাড়িয়া গ্রামের এম নুর নবীর ছেলে মোঃ তৈয়ব আলী (৩০)।
আটককৃত মোঃ তৈয়ব আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে খাস জমি বন্ধবাস্তব,অবৈধ দখল,জাল দলিল এর উপর তদন্তের কাজে করতে এসেছি। শ্যামনগর উপজেলার এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জমি দখল নিয়ে তদন্তে এসেছেন বলেও পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন।
বিভিন্ন জায়গায় ডিজিএফআই,এনএসআই এর পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন যায়গা থেকে দোকান দখল করে দেওয়া জমির বেদখল সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে জানান তিনি।
আটককৃত ভূয়া গোয়েন্দা সদস্যকে শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর মুশফিক এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন বলেন, সাতক্ষীরা জেলার ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারনার খবর ছিল। বিভিন্ন সংস্থার পরিচয় ব্যাবহার করে আর্থিক সুবিধা ভোগ করে আসছিল এমন তথ্য পাওয়ার পর ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখা কর্তৃক তাকে গোয়েন্দা নজরদারিতে রাখে। অবশেষে তাকে আজ আটক করা হলে তিনি তার প্রতারণার ও অপরাধের কথা স্বীকার করেন।