শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে পেনিয়াপিল কানাডার অর্থায়ানে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নের ইফতার সামগ্রী বিতারন করা হয়েছে।
সোমবার (৮ই এপ্রিল) বেলা ১১টায় মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টের হলরুমে এ ইফতার সামগ্রী বিতারন করা হয়।
বেসরকারী উন্নায়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -০৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন, জি এম আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, মতিয়ার রহমান মোড়ল ভারপ্রাপ্ত সভাপতি মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও
সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল,মুন্সীগঞ্জ ইউনিয়নের (১,২,৩)নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপা চক্রবর্তী।
অন্যান্য অতিথি ছিলেন, সুশিলনের উপজেলা ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন সাজু, ইঞ্জিনিয়ার শাহিন, সিও লিটন কুমার,তাহেরা, আব্দুল হাকিম, সি এম শাহানারা,তাপস কুমার প্রমূখ।
এ ইফতার মাহফিলে দুই ধাপে মোট ৩৫০ জন হতদরিদ্র পরিবার, প্রতিবন্ধী, বিধবা, তালাক প্রাপ্ত বয়স্ক,গর্ভবতী, দুগ্ধদান কারী মা,জেলে বনজিবীদের মাঝে ইফতার সামগ্রী বিতারন করা হয়।
ইফতার সামগ্রীতে প্রথম ধাপে ৪০ কেজি চাউল,দ্বিতীয় ধাপে ২৫কেজি ও ৫ কেজি পোলাও এর চাউলসহ প্রত্যেককে
২ কেজি ডাউল, ৩লিটার,সয়াবিন,২ কেজি লবন,৫কেজি আলু ২ কেজি পিয়াজ,১কেজি রসুন২ কেজি চিড়া,১ মুড়ি,২কেজি চিনি,২কেজি খেজুর,২কেজি ছোলা ১ কেজি ব্যাসন, সেমাই গুড়া দুধ মসলা সহ বিভিন্ন প্রকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান।