শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ভোটগ্রহণ চলে। মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২৪০ টি ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ১১জন পুরুষ সদস্য ও দুইজন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। যারমধ্যে চারজন পুরুষ সদস্য ও একজন মহিলা সদস্য নির্বাচিত হয়৷ নির্বাচিত সদস্যরা হলেন, আলমগীর হোসেন কাজল ১২৩, আবুল হোসেন ১০৯,নুরজ্জামান গাজী ১০৬ ও আব্দুল গণি সরদার ৯২। রাজিয়া আক্তার ১১১ভোট পেয়ে মহিলা সদস্যা নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রার্থী রাবেয়া খাতুন পেয়েছেন ১০৭ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী মোঃখলিলুর রহমান ও প্রভাস সরকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের সভাপতি বজলু রহমান গাজী ও প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন শ্যামনগর থানা পুলিশ।