প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৩, ৫:১২ অপরাহ্ণ
শ্যামনগরে অর্ধশত বাঘ বিধবা পেলেন পানির ট্যাংকি।
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে ও দ্যা সাদাকা সিস্টার্সের অর্থায়নে ৫০ জন বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল ১০ টায় গাবুরার চকবার গ্রামে অবস্থিত সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ পানির ট্যাংক বিতরণ করেন। সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দ্যা সাদাকা সিস্টার্স এর প্রতিষ্ঠাতা নিগাত কেয়া হক। বিশেষ অতিথি প্রফেসর ড. জিয়াউল হক,ডা: নাজনীন তালুকদার ,৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান সহ আরো অনেকে। এসময় প্রধান অতিথির বক্তব্যে নিগাত কেয়া বলেন, আমাদের প্রতিষ্ঠান যত দিন থাকবে ততদিন আমার বাঘ বিধবা নারীদের পাশে থেকে কাজ করে যাব।
বাঘ বিধবা নারীরা পানির ট্যাংক পাওয়ায় খুব খুশি হয়েছেন বলে জানান।তারা বলেন, আমাদের পানির সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল্লাহ আল মামুন।
সুন্দরবন প্রেসক্লাবের একটি অঙ্গ প্রতিষ্ঠান , সুন্দরবন প্রেসক্লাব, মুন্সিগঞ্জ বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নিউজ রুম: ০১৭১২-০৫০৬১৯