মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: অগ্রণী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা অঞ্চলের ২০২২- ২০২৩ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়নে শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা ফেব্রুয়ারি) রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ আকাশ নীলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাতক্ষীরা অঞ্চল প্রধান মোঃ ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতিকুর রহমান সিদ্দিকী , মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেডের খুলনা সার্কেল খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার চক্রবর্তী সহকারি মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেডের খুলনা সার্কেল খুলনা। সাতক্ষীরা শাখার মোঃ জিল্লুর রহমান, পাটকেলঘাটা শাখার এ কে এম আলীম আল রাজী, গাজিরহাট শাখার দেবাশীষ সরকার, দেবাটা - সখিপুর শাখার মোঃ আইয়ুব আলী, মৌতলা শাখার মোঃ বনি আমিন, শ্যামনগর শাখার মোঃ ইকবাল হোসেন, সুন্দরবন শাখার ধর্মদাস সরকার, বংশীপুর শাখার মোঃ সাইদুজ্জামান, ভেটখালী শাখার প্রবীর কুমার সরকার, নুরনগর শাখার মোঃ হাফিজ আল আসাদ।ব্যবসায়িক কর্মপরিকল্পনা সভা শেষে ২০২২ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনকারীদেকে মাঝে উপহার হিসেবে ক্রেস্ট তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের মহা ব্যবস্থাপক খুলনা সার্কেল খুলনা এর মোঃ আতিকুর রহমান সিদ্দিকী। অগ্রণী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা অঞ্চলের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মধ্যে প্রথম স্থান হয়েছেন অগ্রনী ব্যাংক সুন্দরবন শাখার শাখা ব্যবস্থাপক ধর্মদাস সরকার। এসময় প্রধান অতিথি তার মুল্যবান বক্তবে বলেন আমাদের বিনিয়োগ বাড়াতে হবে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে।