• আজ- শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সেনা অফিসার পরিচয়ে ভূমি দখলের অভিযোগ  শ্যামনগরে স্বাধীনতার ৫৫তম বছরেও স্বীকৃতি মেলেনি ২৮ টি শহীদ পরিবারে শ্যামনগরে সিসিডির সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে সৌর বিদ্যুৎ সামগ্রী বিতরণ শ্যামনগরের সোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন  সাত নৌকা থেকে সাড়ে তিন লাখ টাকা ঘুষ বাণিজ্যে বনবিভাগের  শ্যামনগরে জামায়াতের কর্মী সমাবেশ লক্ষ মানুষের ঢল কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত শ্যামনগরে প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল কথিত পীর মিজানের আস্তানা শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস পালিত বুড়িগোয়ালিনী আমার দ্বিতীয় জন্মভূমি কম্বল বিতরণ অনুষ্ঠানে – গাজী নজরুল ইসলাম

শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস পালিত

রিপোর্টারঃ / ১৬৭ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জাঁকজমকপূর্ণ ভাবে বিশ্ব সুন্দরবন দিবস পালিত হয়েছে।শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব সুন্দরবন দিবসে সুন্দরবনকে দূষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা করা, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবীতে আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, বনজীবি ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও পরিবেশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।

বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) এর সহায়তায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের এসআই সুজিত সরকার, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ‘র সভাপতি মাহমুদা পারভীন, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, ইয়ুথনেট এর মো. ইমাম হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিএনআরএস, কোডেক, সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও প্রেরণা।

এসময় বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতন। সুন্দরবনকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চল কে আগলিয়ে রাখে। এই বন ধ্বংস হোক আমরা চাই না। যারা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হরিণ শিকারী ও চোরাকারবারি দের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপস্থিত সকলেই একবাক্যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন দিবস যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বেসরকারি সংগঠন গুলোর পাশাপাশি সরকারি যেন মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করে, এমনটাই দাবি জানান।
এর আগে অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী সহযোগে একটি বর্ণাঢ্য র‍্যালি নীলডুমুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএসএসটি বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (দুপুর ১২:৩২)
  • ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)